সাতকানিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ওসমান গ্রেফতার

যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসায়ী ওসমান গ্রেফতার 



বিশেষ প্রতিনিধিঃ যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ব্যবসায়ী ওসমান গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের ------- গ্রামে। সুত্র আরও জানিয়েছে ওসমান দক্ষিণ চট্টগ্রামের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী মফিজের অস্ত্র সরবরাহকারী ও সন্ত্রাসী আকতার

চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে। এলাকার সাধারণ জনতার সাথে কথা বলে জানা গেছে গ্রেফতারকৃত ওসমান দীর্ঘদিন ধরে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাকে গ্রেফতারের পর জনমনে যেন স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক সাতকানিয়া থানার একজন পুলিশ সদস্য জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং রিমান্ডে নেওয়া গেলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ আরও অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছেন তিনি।




অভিযানের পর স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন বলে বিভিন্ন সুত্রে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন, যাতে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সাতকানিয়াসহ পুরো দক্ষিণ চট্টগ্রাম অঞ্চলে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে এ ধরনের অভিযান চালিয়ে যেতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

Comments

Popular posts from this blog

ছাত্র-জনতার উপর ৭১ হামলাকারীর শাস্তির ব্যাপারে নেই নির্দিষ্ট নির্দেশনা : বেড়াজালে আটকে আছে বিভিন্ন ব্যাচের ক্লাস পরিক্ষা

পুলিশে বড় রদবদল